ঢাকা বিমানবন্দরে ৩১ বোতল বিদেশি মদ ও ক্রিম উদ্ধার
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাতি করতে এসে তিন যুবক আটক, দাবি করেছিলেন মৃত্যুপথযাত্রী কিডনি রোগীকে বাঁচাতে গিয়েছিলেন।
ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুঈদ জানিয়েছেন, মৃত্যুপথযাত্রী এক কিডনি রোগীকে বাঁচাতে গিয়ে কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতি করার চেষ্টা করেন তিন যুবক। এই ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত এক ব্রিফিংয়ে পুলিশ সুপার আহমদ মুঈদ জানান, ডাকাতি করতে আসা তিন যুবকের মধ্যে একজন ২২ বছর বয়সী তরুণ এবং বাকি দুইজন ১৬ বছর বয়সী কিশোর। পুলিশ সুপার আরও জানান, তারা মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ব্যাংকে ডাকাতি করতে এসেছিলেন। তবে, তাদের দাবি অনুযায়ী, তারা একজন মৃত্যুপথযাত্রী কিডনি রোগীকে বাঁচানোর জন্যই এই ডাকাতি করতে আসেন। পুলিশ এই তথ্যের সত্যতা যাচাই করার চেষ্টা করছে।
পুলিশ সুপার বলেন, “এটি এক ধরনের মিসগাইডেড অ্যাডভেঞ্চার হতে পারে। তাদের অপরাধী বলা যায় না, তারা হয়তো ভুল পথে পরিচালিত হয়েছে।” তিনি আরও বলেন, “ডাকাতরা পুলিশের উপস্থিতি দেখে আমাদের জানিয়েছিল যে বাইরে আরও কয়েকজন তাদের সহযোগী রয়েছে, কিন্তু তাদের তিনজন ছাড়া আর কেউ ছিল না।”
দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় দুপুর ২টার দিকে ডাকাত দল প্রবেশ করে। স্থানীয় মসজিদ থেকে ডাকাতির খবর জানানো হলে পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং তিন ডাকাতকে আটক করে।
এ বিষয়ে আইজিপি স্যার কর্তৃক প্রদত্ত নির্দেশনায় অভিযানে সতর্কতা অবলম্বন করা হয়েছিল যাতে কোনো হতাহতের ঘটনা না ঘটে। ডাকাতদের আটক করার পর তারা পুলিশের কাছে জানায় যে তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র মুভির মতো একটি অ্যাডভেঞ্চার ঘটানো।
প্রভাত সময় ২৪
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে তাদের ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে নিয়োগ, ইন্টার্নশিপ চালু, কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।