• 23 Jan, 2025

গাজীপুরের টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধ, শনিবার থেকে কারখানা চালু

গাজীপুরের টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধ, শনিবার থেকে কারখানা চালু

টিএনজেড অ্যাপারেলস গ্রুপের গাজীপুরস্থ পাঁচটি কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে এবং আগামীকাল শনিবার থেকে কারখানাগুলো পুনরায় চালু হবে। শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করলেও শ্রম মন্ত্রণালয় ও বিজিএমইএর মধ্যস্থতায় সমঝোতার ভিত্তিতে দ্রুত বেতন পরিশোধ করা হয়। শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং মালিকপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

Photo
গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে অনেক মানুষ হেঁটে গন্তব্যে রওনা হন

গাজীপুরের মোগরখাল এলাকায় অবস্থিত টিএনজেড অ্যাপারেলস গ্রুপের পাঁচটি কারখানার সাড়ে ছয় হাজার শ্রমিক ও স্টাফরা তাঁদের বকেয়া বেতন পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বেতন পরিশোধ করা হয়। কারখানার মালিক পক্ষ আগামীকাল শনিবার থেকে কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।

টিএনজেড অ্যাপারেলস গ্রুপের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে গত শনিবার সকাল থেকে সোমবার রাত পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন। এরপর সোমবার রাতে ঢাকার শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক ত্রিপক্ষীয় বৈঠকে বেতন পরিশোধ এবং কারখানা চালুর বিষয়ে সমঝোতা চুক্তি হয়। টিএনজেড গ্রুপের চেয়ারম্যান হেদায়তুল হক শ্রমিক অসন্তোষ নিরসনে সহযোগিতা করায় শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. শফিকুজ্জামান, অতিরিক্ত সচিব সবুর হোসেন এবং বিজিএমইএর অতিরিক্ত সচিব রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সমস্যার সমাধানে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শ্রমিকদের দাবি মেনে নিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি।”

ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ১৭ নভেম্বরের মধ্যে সেপ্টেম্বর মাসের এবং ৩০ নভেম্বরের মধ্যে অক্টোবর মাসের বেতন পরিশোধ করা হবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে গতকালই বেতন পরিশোধ করা হয়। এ ছাড়া কারখানা চালুর ঘোষণাও শ্রমিকদের জানিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকদের মধ্যে বেতন পাওয়ার পর স্বস্তি ফিরে এসেছে। এক শ্রমিক, সুমন মিয়া, বলেন, “বেতন পাওয়ার সময় ছিল রোববার পর্যন্ত, কিন্তু বৃহস্পতিবারই আমরা বেতন পেয়েছি। মালিকপক্ষ কথা রেখেছে। এজন্য তাঁদের প্রতি কৃতজ্ঞ।” কারখানাগুলো পুনরায় চালু হওয়ার মধ্য দিয়ে গাজীপুরের তৈরি পোশাক খাতের কার্যক্রম স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪