সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল (সোমবার, ১৮ নভেম্বর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুসারে এই অধ্যাদেশ জারি করা হয়েছে।
এই অধ্যাদেশ, "সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪" নামে পরিচিত হবে এবং তা অবিলম্বে কার্যকর হবে। এতে বলা হয়েছে, সরকারি সিভিল সার্ভিস ক্যাডারের নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। সিভিল সার্ভিসের আওতাবহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে এবং স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার চাকরিতে এই বয়সসীমা প্রযোজ্য হবে।
তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মক্ষেত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে বিদ্যমান বিধি বা প্রবিধানমালা অপরিবর্তিত থাকবে।
এছাড়া, অধ্যাদেশ কার্যকরের ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা সমস্যা দেখা দিলে সরকার তা নিরসনের জন্য গেজেট বিজ্ঞপ্তি জারি করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।