দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী সর্বোচ্চ নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, "দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী দিনরাত নিরলসভাবে কাজ করছে।"
রোববার (১ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাসদরে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা ও শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, “আমরা কাজ করছি যেন দেশ ও জাতিকে একটি নিরাপদ ও স্থিতিশীল অবস্থানে নিয়ে যেতে পারি। দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।"
অনুষ্ঠানে সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় ২০২৩-২০২৪ অর্থবছরে শান্তিকালীন বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচজনকে সেনাবাহিনী পদক (এসবিপি), পাঁচজনকে অসামান্য সেবা পদক (ওএসপি), এবং ১৮ জনকে বিশিষ্ট সেবা পদক (বিএসপি) প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরা হয়। দেশের স্বাধীনতা সংগ্রামে সেনাসদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সেনাসদর।