ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পতনের পর সীমান্তে সেনা মোতায়েন ও বাফার জোন দখলের নির্দেশ দিয়েছেন। তিনি এই পদক্ষেপকে ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের দীর্ঘ প্রচেষ্টার সফলতা হিসেবে উল্লেখ করেন। নেতানিয়াহুর এই কৌশল মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার সীমান্তে সেনা মোতায়েন ও বাফার জোন দখলের নির্দেশ দিয়েছেন। তিনি এই ঘটনাকে ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সফল কৌশলগত পদক্ষেপ বলে উল্লেখ করেন।
নেতানিয়াহুর এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। সিরিয়ার গোলান মালভূমির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের পর ইসরায়েলের এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া আসার সম্ভাবনা রয়েছে।
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে জাতিসংঘ জানিয়েছে, সোমবার এক দিনে ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এই সংখ্যা দৈনিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ১৬ লাখ ভারতীয় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন।