ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় অভিযুক্ত অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত অভিযুক্তদের নির্ধারিত সময়ের জন্য পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
জানা গেছে, হত্যা মামলাটি রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার বিস্তারিত অনুসন্ধানে অভিযুক্তদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা উল্লেখ করেছে। মামলার তদন্তকারী সংস্থা আশা করছে, রিমান্ডের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হবে।