রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একই মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীকেও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় অভিযুক্ত অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত অভিযুক্তদের নির্ধারিত সময়ের জন্য পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
জানা গেছে, হত্যা মামলাটি রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার বিস্তারিত অনুসন্ধানে অভিযুক্তদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা উল্লেখ করেছে। মামলার তদন্তকারী সংস্থা আশা করছে, রিমান্ডের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হবে।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।