• 23 Jan, 2025

বাশার আল-আসাদ পরিবারের সঙ্গে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন

বাশার আল-আসাদ পরিবারের সঙ্গে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক পতনের পর পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। দীর্ঘ ৬১ বছরের বাথ শাসনের অবসানের মধ্য দিয়ে সিরিয়ার ক্ষমতাসীন ইতিহাসে একটি অধ্যায় শেষ হলো।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পরিবারসহ রাশিয়ার রাজধানী মস্কোয় আশ্রয় নিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা ক্রেমলিন সূত্রে জানা গেছে, সিরিয়ার রাজধানী দামেস্কের পতনের একদিন পরই তিনি রাশিয়ায় পৌঁছান। সোমবার (৯ ডিসেম্বর) বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

রবিবার (৮ ডিসেম্বর) দামেস্ক বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেলে দেশটির ক্ষমতাসীন বাথ পার্টির ৬১ বছরের শাসনের লজ্জাজনক ইতি ঘটে। সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এতটাই অস্থিতিশীল হয়ে ওঠে যে, বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।

আরব সোশ্যালিস্ট বাথ পার্টি ১৯৬৩ সালে অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়ার রাষ্ট্রক্ষমতায় আসে। ১৯৭০ সালে হাফেজ আল-আসাদ অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধকে কাজে লাগিয়ে দলীয় অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। ১৯৭১ সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন এবং ২০০০ সালে তার মৃত্যু পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

হাফেজ আল-আসাদের মৃত্যুর পর তার পুত্র বাশার আল-আসাদ রাষ্ট্রক্ষমতার দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ২৩ বছরের শাসনকালে তিনি সিরিয়ার রাজনৈতিক অঙ্গনে আধিপত্য বজায় রাখলেও সাম্প্রতিক সংকটে তার শাসনামল ভেঙে পড়ে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪