বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত ২১
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
রাজবাড়ীর আলীপুর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস প্রায় দুই বছর ধরে দুই স্বামীর সঙ্গে গোপনে সংসার করে এলাকায় তোলপাড় সৃষ্টি করেছেন। প্রথম স্বামী ইউটিউবার সাগর শেখের সঙ্গে বিয়ের সম্পর্ক চালিয়ে যেতে যেতেই পারিবারিক চাপে দ্বিতীয় বিয়ে করেন তিনি। বিষয়টি ফাঁস হওয়ার পর জান্নাতুল দ্বিতীয় স্বামীকে নিয়ে থাকতে চাওয়ায় সাগর স্থানীয় ইউনিয়ন পরিষদ ও আদালতে অভিযোগ করেছেন। বর্তমানে ঘটনাটি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রাজবাড়ীতে একইসঙ্গে দুই স্বামীর সংসার করার বিরল এক ঘটনা সামনে এসেছে। প্রায় দুই বছর ধরে দুই স্বামীকে ম্যানেজ করে সংসার চালিয়ে যাচ্ছিলেন আলীপুর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ২০২২ সালের ২৭ অক্টোবর প্রেমের সম্পর্কের ভিত্তিতে নোটারি পাবলিকের মাধ্যমে গোপনে বিয়ে করেন ইউটিউবার সাগর শেখ ও জান্নাতুল ফেরদৌস। জান্নাতুলের বাবা-মা প্রবাসে থাকার কারণে বাবার বাড়িতে একাই থাকতেন তিনি। সেখানে স্বামী সাগর নিয়মিত যাতায়াত করতেন। কিন্তু জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরার পর পরিস্থিতি পাল্টে যায়। বাবার চাপে প্রথম বিয়ের কথা গোপন রেখে অন্য এক যুবককে দ্বিতীয়বার বিয়ে করেন জান্নাতুল।
সাগরের দাবি, জান্নাতুল তাকে দ্বিতীয় বিয়ের বিষয়টি জানায়নি। প্রায় দুই বছর ধরে দুই স্বামীকে ম্যানেজ করে সংসার চালাচ্ছিলেন জান্নাতুল। চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত তারা একসঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করেন বলে দাবি করেন সাগর। তবে কয়েকদিন পর তিনি জান্নাতুলের দ্বিতীয় স্বামীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানতে পারেন। জান্নাতুল এরপর সাগরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন।
পরিস্থিতি মোকাবিলা করতে বাধ্য হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন সাগর। পাশাপাশি ১৭ নভেম্বর রাজবাড়ীর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন তিনি। সাগরের অভিযোগ, তাকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন জান্নাতুল, যা আইন ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ। আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক জানান, সাগর ও জান্নাতুলের বিয়ের কোনো তালাকের নোটিশ ইউনিয়ন পরিষদে জমা পড়েনি। চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, জান্নাতুল প্রায় দুই বছর ধরে দুই স্বামীর সঙ্গে সংসার করেছেন এবং সাগরের কাছ থেকে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।
জান্নাতুলের মা হাসিনা বেগম বলেন, “সাগরের সঙ্গে জান্নাতুলের বিয়ে হয়েছিল, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের দুই মাসের মাথায় ডিভোর্স হয়ে যায়। দ্বিতীয় বিয়ে জান্নাতুল পারিবারিক সিদ্ধান্তে করেছে।” ঘটনাটি এখন আদালতের বিচারাধীন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু সমাধানের অপেক্ষায় আছেন।
প্রভাত সময় ২৪
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ঢাকায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়েরের পর দ্রুত অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যান। পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।