রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লি বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম একটি বিতর্কিত স্ট্যাটাস দেন, যেখানে আসাম, ত্রিপুরাসহ ভারতের কিছু অংশ অন্তর্ভুক্ত করে একটি ‘বৃহত্তর বাংলাদেশ’ গঠনের মানচিত্র প্রকাশ করা হয়। তার এই স্ট্যাটাস ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি করেছে। স্ট্যাটাসটি পরে মুছে ফেলা হলেও বিষয়টি নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাসটি ইতোমধ্যে মুছে ফেলা হয়েছে। তবে এ ধরনের মন্তব্য প্রকাশ্যে করার সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও দায়িত্বশীল হতে হবে।’
রণধীর জয়সওয়াল আরও বলেন, ‘আমরা বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে আমাদের গভীর উদ্বেগ জানিয়েছি। নয়াদিল্লি মনে করে, প্রতিবেশী দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের দায়িত্বশীল মন্তব্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নানা ইস্যুতে উত্তেজনা দেখা দিয়েছে। ছাত্র-জনতার গণআন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্কের মাঝে শীতলতা লক্ষ্য করা যাচ্ছে।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।