• 23 Jan, 2025

চুক্তি লঙ্ঘনের অভিযোগে ২৪টি ট্রেনের লিজ বাতিল

চুক্তি লঙ্ঘনের অভিযোগে ২৪টি ট্রেনের লিজ বাতিল

চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে ২৪টি ট্রেনের লিজ বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রিপনের মালিকানাধীন বিভিন্ন কোম্পানির মাধ্যমে পরিচালিত এই ট্রেনগুলোর চুক্তি আজ থেকেই কার্যকরভাবে বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রেলওয়ের জনসংযোগ পরিচালক।

বেসরকারি খাতে পরিচালিত ২৪টি ট্রেনের লিজ বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির শর্ত লঙ্ঘন করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাতিল হওয়া ট্রেনগুলোর তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার (১২ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক মো. নাহিদ হাসান খান। তিনি বলেন, "আজ থেকেই এই লিজ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।" তবে চুক্তি বাতিলের কারণ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

রেলওয়ে সূত্র জানায়, বাতিল হওয়া ট্রেনগুলোর মালিকানা সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রিপন ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন কোম্পানির অধীনে ছিল। চার বছরের জন্য চুক্তিভিত্তিতে ট্রেনগুলো পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪