ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতিতে পড়েছে। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শূন্যের কোঠায়, নেপালের সঙ্গে সীমান্ত বিরোধ, শ্রীলঙ্কার চীনের প্রতি নির্ভরতা এবং মালদ্বীপে 'ইন্ডিয়া আউট' ক্যাম্পেইন—সবমিলিয়ে ভারতের কূটনৈতিক অবস্থান সংকটাপন্ন।
ভুটান চীনের সঙ্গে আলোচনা শুরু করেছে, আর আফগানিস্তান ও মিয়ানমারে বিনিয়োগ ঝুঁকির মুখে। এমনকি ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশেও সম্পর্কের অবনতির লক্ষণ দেখা যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, ভারতের স্বল্পমেয়াদী স্বার্থকেন্দ্রিক নীতিই এই সংকটের প্রধান কারণ। দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা এখন সময়ের দাবি।
বিস্তারিত নিচের ভিডিওতে
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে জাতিসংঘ জানিয়েছে, সোমবার এক দিনে ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এই সংখ্যা দৈনিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ১৬ লাখ ভারতীয় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন।