রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
রাজধানীর পল্লবীতে সাত ও চার বছরের দুই শিশুকে গলা কেটে হত্যা করেছেন তাদের বাবা মো. আহাদ। পরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পারিবারিক কলহ ও আর্থিক অনটনকে এ ঘটনার কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। গুরুতর আহত আহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর পল্লবীতে হৃদয়বিদারক এক ঘটনায় সাত বছর বয়সী বিজয় ও চার বছর বয়সী মুসা নামের দুই শিশুকে গলা কেটে হত্যা করেছেন তাদের বাবা মো. আহাদ (৩৮)। এরপর আত্মহত্যার চেষ্টা করেন তিনি। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাইগারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু দুটির মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে, আর গুরুতর আহত অবস্থায় আহাদকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছেদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহ ও আর্থিক অনটনকে এ ঘটনার কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে।
বাড়ির মালিক নাসির সরকার জানান, তিন মাস আগে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাসার নিচতলায় ভাড়া নেন আহাদ। তিনি তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন, আর তাঁর স্ত্রী ছিলেন গৃহকর্মী। সকাল সাড়ে ৯টার দিকে চিৎকার শুনে রক্তাক্ত অবস্থায় দুই শিশুকে পড়ে থাকতে দেখেন তিনি।
পুলিশ জানায়, ছুরি দিয়ে দুই সন্তানকে হত্যার পর একই ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করেন আহাদ। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শেখ আবদুল্লাহ আল মামুন জানান, আহাদের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।