ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
যুক্তরাষ্ট্রের ‘সেকেন্ড লেডি’ হিসেবে ভারতীয় বংশোদ্ভূত উষার অভিষেক ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসনে তার এই ভূমিকায় ভারতীয়-আমেরিকান কমিউনিটিতে নতুন উদ্দীপনা এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের হবু ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স | ফাইল ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় বংশোদ্ভূত উষা স্বামীকে ‘সেকেন্ড লেডি’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর তার ভাইস প্রেসিডেন্টের সহধর্মিণী হিসেবে উষা স্বীকৃত হচ্ছেন। এই গুরুত্বপূর্ণ পদে উষার নিয়োগ ভারতীয়-আমেরিকান কমিউনিটিতে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করেছে। তার নিযুক্তি জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি দলের ভূমিকা ও ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিকোণ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে জাতিসংঘ জানিয়েছে, সোমবার এক দিনে ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এই সংখ্যা দৈনিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ১৬ লাখ ভারতীয় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন।