বাংলাদেশ পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন রঙের ইউনিফর্মের মধ্যে পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রংয়ের, র্যাবের পোশাক জলপাই (অলিভ) রংয়ের এবং আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন হুইট) রংয়ের। গত ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান।
নতুন পোশাকের রং নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে শুরু হয়েছে পক্ষে-বিপক্ষে আলোচনা। এ আলোচনার মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সাক্ষাৎকারে তিনি পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান জানিয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওতে উমামা বলেন, “পুলিশের দ্রুততম সময়ে গোলাপি পোশাক দেওয়া উচিত। গোলাপি একটি সুন্দর প্রতীক, এটি মানসিকভাবে শান্তি দেয়। তবে সব ইউনিটের জন্য নয়, বিশেষ করে যারা ট্রাফিক কন্ট্রোল করে, তাদের ক্ষেত্রে গোলাপি পোশাক কার্যকর হতে পারে।”
সাক্ষাৎকারটি পুলিশের পোশাক পরিবর্তনের ঘোষণা আসার আগে নাকি পরে দেওয়া হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। প্রসঙ্গত, জুলাই মাসে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পুলিশ বাহিনীর সংস্কার এবং পোশাক পরিবর্তনের দাবি উঠে। এই প্রেক্ষাপটেই অন্তর্বর্তীকালীন সরকার নতুন পোশাকের রং নির্ধারণ করেছে।