হতাশ হলে এত দিনে গলায় দড়ি দিয়ে মরে যেতাম : তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ জানিয়েছেন, পিএসএলে দল না পাওয়ায় তিনি হতাশ নন। দেশের জন্য সেবা করাকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দেন।
আফগানিস্তানের বিপক্ষে ৯২ রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। মোহাম্মদ নবির দারুণ ৮৪ রানের ইনিংস আর আল্লাহ ঘাজানফারের ৬ উইকেটের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশ মাত্র ১৪৩ রানে অলআউট। ম্যাচে এই পারফরম্যান্সে আফগানিস্তান তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি জমজমাট উত্তেজনায় পূর্ণ ছিল। আফগানিস্তান অসাধারণ ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশকে ৯২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। আফগানিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ নবি ও অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স এবং আল্লাহ ঘাজানফারের বিধ্বংসী বোলিং এই জয়ের মূল ভিত্তি গড়ে দেয়।
টসে জিতে আফগানিস্তান ব্যাটিংয়ে নামার পর বাংলাদেশি পেসারদের আক্রমণাত্মক বোলিংয়ে আফগান ব্যাটিং লাইনআপ শুরুর দিকেই বিপর্যস্ত হয়। ৭৫ রানে পাঁচ উইকেট হারানোর পর মোহাম্মদ নবি ও অধিনায়ক শাহিদির গুরুত্বপূর্ণ পার্টনারশিপ দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন। নবি ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলে আফগানিস্তানকে ২৩৫ রানের প্রতিযোগিতামূলক স্কোর গড়ে তুলতে সাহায্য করেন। বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান চমৎকার বোলিংয়ে চারটি করে উইকেট নিয়ে আফগানদের রানের গতিকে কিছুটা আটকে রাখতে সক্ষম হন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল শুরুতে কিছুটা ইতিবাচক শুরু করে। তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে বাংলাদেশ ভালোই এগোচ্ছিল। ১২০ রানে দুই উইকেট থাকা অবস্থায় মনে হচ্ছিল, জয়ের পথে রয়েছে বাংলাদেশ। তবে আফগান বোলার আল্লাহ ঘাজানফার বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দেন। ঘাজানফারের অসাধারণ স্পেল, যেখানে তিনি মাত্র ২৬ রানে ৬ উইকেট তুলে নেন, বাংলাদেশকে মাত্র ১৪৩ রানে গুটিয়ে ফেলে।
আফগানিস্তানের এই জয়ে মোহাম্মদ নবির ব্যাটিং ও ঘাজানফারের বোলিং বিশেষ ভূমিকা রাখে। নবির দারুণ ৮৪ রানের ইনিংস তাদের শক্ত ভিত্তি দেয়, আর ঘাজানফারের বিধ্বংসী বোলিং বাংলাদেশি ব্যাটসম্যানদের ক্রিজে স্থির হতে দেয়নি। বাংলাদেশি দলের শুরুটা ভালো হলেও দ্রুত উইকেট হারিয়ে দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি।
এই জয়ের মাধ্যমে আফগানিস্তান তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল।
প্রভাত সময় ২৪
তাসকিন আহমেদ জানিয়েছেন, পিএসএলে দল না পাওয়ায় তিনি হতাশ নন। দেশের জন্য সেবা করাকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দেন।
মেলবোর্ন টেস্টে কোহলির সঙ্গে স্যাম কনস্টাসের শারীরিক সংঘর্ষ ও অস্ট্রেলিয়ান গণমাধ্যমের সমালোচনামূলক কার্টুন ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাবেক ক্রিকেটার এবং ভক্তরা এই ঘটনায় অস্ট্রেলিয়ার আচরণকে নিন্দা জানিয়েছেন।
যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মাধ্যমে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে প্রস্তুত যুব টাইগাররা।