• 22 Jan, 2025

রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি

রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি

রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।

ইতালির রোম থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা থাকার আশঙ্কায় তল্লাশি চালানো হয়। তবে তল্লাশির শেষে নিশ্চিত করা হয়েছে যে, কোনো বোমা বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ফ্লাইটটি উড়াল দেয়। ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি পাওয়ার পরপরই বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি করা হয়।

বিমানটিতে থাকা ২৫০ যাত্রী ও ১৩ ক্রুকে নিরাপদে অবতরণের পর টার্মিনালে নেওয়া হয়। এরপর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বিমানের সিট, করিডোর, টয়লেট, ক্যাফেসহ পুরো ভেতরের অংশে তল্লাশি চালান। যাত্রীদের ব্যাগেজও প্লেন থেকে আলাদা করে পরীক্ষা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪