রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
জয়পুরহাটের পাঁচবিবিতে কলেজছাত্র নাঈমের মরদেহ দাফনের ১৪০ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার শিকার হয়ে নাঈম নিহত হন বলে অভিযোগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পারিবারিক কবর থেকে কলেজছাত্র মোহতাসিম হাসান ফাহিম ওরফে নাঈমের মরদেহ ১৪০ দিন পর উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আদালতের নির্দেশে এই মরদেহ উত্তোলন করা হয়।
গত ৪ আগস্ট দিনাজপুরের হাকিমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার শিকার হয়ে নাঈম ও সূর্য নামের আরেক ছাত্র মারা যান। অভিযোগ অনুযায়ী, তাদের নির্যাতনের পর হত্যা করে মরদেহ গুমের চেষ্টা করা হয়। পরে পরিবার মরদেহ দাফন করলেও ময়নাতদন্ত ছাড়াই তা সম্পন্ন হয়। আদালতের নির্দেশে এবার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত সূর্যের বড় ভাই মো. সুজন বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে নাঈমের মরদেহ উত্তোলন করা হয়। পুলিশ জানায়, ন্যায়বিচারের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।