ঢাকা বিমানবন্দরে ৩১ বোতল বিদেশি মদ ও ক্রিম উদ্ধার
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয় নাটক হাউ সুইট-এর শুটিং চলাকালীন স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অপূর্ব, তাসনিয়া ফারিণ ও পাভেল। দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরার আশ্বাস দিয়েছেন চিকিৎসক। নির্মাতা কাজল আরেফিন অমি ভক্তদের দোয়া চেয়েছেন।
জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত নতুন নাটক হাউ সুইট–এর শুটিং চলাকালীন স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে। নির্মাতা কাজল আরেফিন অমি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুর্ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
অমি তার পোস্টে লেখেন, “খুব আনন্দ নিয়ে মজা করে শুট করছিলাম আমরা হাউ সুইট নাটকের। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে একটি দৃশ্য শুটিংয়ের সময় স্কুটি দুর্ঘটনা ঘটে। আল্লাহর রহমতে অপূর্ব ভাই কোনো বড় আঘাত পাননি। তবে পাভেল ও ফারিণ কিছুটা ইনজুরড হয়েছেন। ডাক্তার জানিয়েছেন, তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে পারবেন।”
দুর্ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে অমি জানান, শুটিংয়ের সময় একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের জন্য স্কুটি চালানোর পরিকল্পনা ছিল। এই দৃশ্যের শুটিং করতে গিয়েই স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
অপূর্ব দুর্ঘটনায় তেমন আঘাত না পেলেও পাভেল ও তাসনিয়া ফারিণের শরীরে আঘাত লেগেছে। তাদের বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে। নির্মাতা জানান, পাভেল ও ফারিণ দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন বলে চিকিৎসকরা আশ্বাস দিয়েছেন।
অমি আরও বলেন, “আমার আর্টিস্টরা খুব পেশাদার। হাসপাতালে শুয়েও তারা ভাবছে কীভাবে বাকি কাজগুলো সুন্দরভাবে শেষ করা যায়। এটি আমাকে সত্যিই অভিভূত করেছে। শুটিং টিমের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। তারা তাদের সেরাটা দিয়ে কাজটি দর্শকদের জন্য স্মরণীয় করে তোলার চেষ্টা করছে।”
অমি তার পোস্টে শুটিং টিমের প্রতি ভালোবাসা জানিয়ে লেখেন, “আমরা অনেক কষ্ট করে একটা সুন্দর কাজ তৈরি করছি। এই কাজটির জন্য আমরা কতটা পরিশ্রম করেছি, তা দর্শকরা নাটকটি দেখলেই বুঝতে পারবেন। আমার টিমের প্রতি আমি কৃতজ্ঞ। সবাইকে অনুরোধ করছি, ফারিণ ও পাভেলের দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।”
এই দুর্ঘটনার পর বর্তমানে শুটিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে নির্মাতা ও অভিনেতারা দৃঢ় সংকল্প নিয়ে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তারা শুটিং পুনরায় শুরু করবেন এবং নাটকটি দর্শকদের উপহার দেবেন।
কাজল আরেফিন অমি পরিচালিত হাউ সুইট নাটকটি ইতিমধ্যেই ভক্তদের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এতে অভিনয় করছেন অপূর্ব, তাসনিয়া ফারিণসহ আরও কয়েকজন জনপ্রিয় তারকা। নির্মাতা জানিয়েছেন, নাটকটির গল্প ও চরিত্র দর্শকদের জন্য বিশেষ কিছু নিয়ে আসবে।
দুর্ঘটনার খবর প্রকাশ হওয়ার পরপরই ভক্তরা অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণের সুস্থতার জন্য দোয়া করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রতি শুভকামনা জানিয়ে অনেকেই পোস্ট দিচ্ছেন। এই ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয়; এটি পেশাদারিত্ব, টিমওয়ার্ক ও কাজের প্রতি ভালোবাসার উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। হাউ সুইট নাটকের শুটিং চলতে থাকুক সুস্থ ও নিরাপদ পরিবেশে—এই প্রত্যাশা সকলের।
প্রভাত সময় ২৪
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে তাদের ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে নিয়োগ, ইন্টার্নশিপ চালু, কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।