যৌতুক না পেয়ে শ্যালকের বউ নিয়ে গেল দুলাভাই
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জমি বিক্রির টাকার বিরোধের জেরে ছেলের দা-কুপে বাবা বিনোদ বিহারী মজুমদার নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত খোকন মজুমদার পলাতক।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জমি বিক্রির টাকার বিরোধের জেরে ছেলের হাতে বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি বিনোদ বিহারী মজুমদার (৬৫) উপজেলার ময়ূরখীল এলাকার বাসিন্দা। গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, পারিবারিক বিরোধের জেরে ছেলে খোকন মজুমদার বাবাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। আহত অবস্থায় বিনোদ বিহারীকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মহি উদ্দিন জানান, বিনোদ বিহারীর মাথা ও হাতে গুরুতর জখম ছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘জমি বিক্রির টাকার বিরোধ নিয়ে গভীর রাতে ছেলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত খোকন মজুমদার পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং খোকনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
প্রভাত সময় ২৪
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
পঞ্চগড়ে ঘন কুয়াশা ও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার রাথুরা গ্রামে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন স্বামী সেকেন্দার আলী। ঘটনার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তিনি আদালতে হত্যার দায় স্বীকার করেছেন।