সারাদেশ জমি বিক্রির টাকার বিরোধে ছেলের দা-কুপে বাবার মৃত্যু খাগড়াছড়িতে 21 Jan, 2025 9 মিনিট পড়া 31 ভিউ খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জমি বিক্রির টাকার বিরোধের জেরে ছেলের দা-কুপে বাবা বিনোদ বিহারী মজুমদার নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত খোকন মজুমদার পলাতক।