নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙলেন বিএনপিপন্থি আইনজীবীরা
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
বাংলাদেশ রেলওয়ের জমি দখলমুক্ত করতে তেজগাঁওয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযানে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন তেজগাঁও-ফার্মগেট রেলগেট এলাকায় এই অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ। এক্সাভেটর নিয়ে অভিযানে অংশ নেয় রেলওয়ের কর্মচারী, রেলওয়ে পুলিশ ও তেজগাঁও থানা পুলিশ।
গত বছরের ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ১০ ডিসেম্বরের মধ্যে রেলওয়ের জমি থেকে দখলদাররা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে। এর ধারাবাহিকতায় গত ৬ জানুয়ারি মালিবাগে উচ্ছেদ অভিযান শুরু হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকাসহ দেশের অন্যান্য জেলায় অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে। তেজগাঁওয়ের এই অভিযানের মাধ্যমে পুনরুদ্ধারকৃত জমিতে ভবিষ্যতে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রভাত সময় ২৪
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
রাজধানীসহ দেশের সড়ক-মহাসড়কে ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশের জনবল সংকটের কারণে ট্রাফিক সার্জেন্টদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ক্যামেরা ও বাইনোকোলারের মাধ্যমে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন কমিশনার ড. নাজমুল করীম খান।