বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। বুধবার (১৮ ডিসেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারা অনুযায়ী ৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান ও তার আশপাশের তিন কিলোমিটার এলাকায় নিম্নোক্ত আদেশ কার্যকর থাকবে:
জনসাধারণের ময়দানে প্রবেশ নিষিদ্ধ।
কোনো ব্যক্তি বা দল জমায়েত, মিছিল বা সমাবেশ করতে পারবে না।
কোনো প্রকার অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, লাঠি বা ছুরি বহন করা যাবে না।
উচ্চস্বরে লাউডস্পিকার বা শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ।
আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খান জানান, “ইজতেমা ময়দানে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” বিশ্ব ইজতেমা বাংলাদেশসহ সারা বিশ্ব থেকে লাখো মুসল্লির সমাগম ঘটে। আইনশৃঙ্খলা রক্ষা ও বিশৃঙ্খলা এড়াতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।