• 23 May, 2025

গ্রাহকের ১০ কোটি টাকা নিয়ে উধাও ভোলার দুই সমবায় সমিতি

গ্রাহকের ১০ কোটি টাকা নিয়ে উধাও ভোলার দুই সমবায় সমিতি

ভোলার দৌলতখান উপজেলায় আইডিয়াল ও নিউ আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের দুটি সমবায় সমিতি প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে গেছে। উচ্চ মুনাফার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করলেও এখন তারা চরম অনিশ্চয়তায় ভুগছেন। প্রশাসন ও কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অভাবে ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা টাকার জন্য প্রতিদিন অফিসে ভিড় করছেন।

ভোলা জেলার দৌলতখান উপজেলায় দুটি সমবায় সমিতি—আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও নিউ আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি—প্রায় একযুগ ধরে গ্রাহকের অর্থ আত্মসাৎ করেছে। এসব সমিতির সভাপতি আব্দুর রব ও তার সহযোগীরা গ্রাহকের জমানো ১০ কোটি টাকা আত্মসাৎ করে বর্তমানে আত্মগোপনে রয়েছেন। দৌলতখান পৌরসভার ৭নং ওয়ার্ডে আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যক্রম শুরু হয় প্রায় একযুগ আগে। এর কিছুদিন পরেই নুরমিয়ার হাটে নিউ আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামে আরেকটি শাখা খোলা হয়। সমিতিগুলো প্রতি মাসে ১৫ শতাংশ পর্যন্ত উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করত।

bhola-20241221135213
সমিতির মাঠকর্মীরা গ্রাম ও শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে আমানত জমা রাখতে মানুষকে উৎসাহিত করতেন। দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আবুল কালাম বলেন, “৫ লাখ টাকা জমা রাখার পর লাভ দেওয়া বন্ধ হয়ে যায়। অফিস তালাবদ্ধ দেখে প্রতিদিন খোঁজ নিতে আসছি। আমার টাকার কী হবে জানি না।” একইভাবে সুরমা বেগম, মাজেদা বেগমসহ শত শত নিম্নবিত্ত মানুষ তাদের কষ্টার্জিত টাকাগুলো ফেরত পাওয়ার জন্য দিশেহারা। মাজেদা বেগম বলেন, “আমার স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল জমা রেখেছিলাম। এখন রোজ অফিসে এসে কাউকে না পেয়ে কাঁদতে কাঁদতে ফিরে যাই।”

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, এখনও কোনো গ্রাহক থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে, জেলা সমবায় কার্যালয়ের উপ সহকারী কর্মকর্তা আব্দুল মতিন বলেন, “সমবায় আইনে নিরীক্ষা বাধ্যতামূলক। তবে এই দুটি সমিতির ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রাহকের অর্থ ফেরত দেওয়া প্রসঙ্গে আব্দুর রব তার ফেসবুক পোস্টে বাড়িঘর বিক্রি করে অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়নযোগ্য, তা নিয়ে সংশয় রয়েছে।এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আরও অনেক গ্রাহক তাদের জমানো টাকা হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়বেন। প্রশাসনের উচিত ভুক্তভোগীদের সহায়তা করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। এ ধরনের প্রতারণা বন্ধে আরও কঠোর তদারকি ও সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪