রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বোমা হামলার হুমকির প্রেক্ষিতে রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে তল্লাশি চালাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটিতে ২৫০ যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন, যাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে যাত্রীদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে, যা একে একে তল্লাশি করা হবে। প্লেনের সিট, করিডোর, টয়লেট এবং ক্যাফে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা গভীরভাবে তল্লাশি চালাচ্ছেন। বিমানটি অবতরণের পরপরই বিমানবন্দর এলাকাকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে ফেলা হয় এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা দেয়। ঢাকায় আসার পথে অজ্ঞাত উৎস থেকে বোমা হামলার হুমকি পাওয়ার পর এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা জানান, যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার পর বিমানটির তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের ‘আগ্রাসন’ এবং বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নেতারা সীমান্তে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।