• 23 Jan, 2025

নির্বাচন আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি

নির্বাচন আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন, জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী সব কার্যক্রম এগিয়ে চলছে। সীমানা পুনর্নির্ধারণ ন্যায্যতার ভিত্তিতে হবে এবং নতুন চূড়ান্ত ভোটার তালিকা দুই মাসের মধ্যে প্রস্তুত করা হবে। কমিশন নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করবে।

জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, “জাতীয় নির্বাচনের জন্য আমরা দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই কাজ শুরু করেছি। প্রধান উপদেষ্টা যে সময়ের ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি আমাদের রয়েছে।”

সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, সীমানা পুনর্নির্ধারণ ন্যায্যতার ভিত্তিতে করা হবে। অতীতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সীমানা নির্ধারণে কোনো অনিয়ম হয়ে থাকলে তা সংশোধন করা হবে। ভোটার তালিকা প্রসঙ্গে সিইসি জানান, আগামী দুই মাসের মধ্যে নতুন চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হবে। পরবর্তী পর্যায়ে তথ্য যাচাই-বাছাই করে তালিকা সংশোধন করা হবে। সংশোধিত তালিকার ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা একটি সময়সীমা ঘোষণা করেছেন। আমরা সেই অনুযায়ী কাজ করব। আমাদের নিজস্ব কর্মপরিকল্পনা থাকলেও পাবলিকলি রোডম্যাপ ঘোষণার পরিকল্পনা আপাতত নেই।” স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি স্পষ্ট করেন, প্রধান উপদেষ্টা শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। স্টেকহোল্ডাররাও সংসদ নির্বাচনের কথা বলেছেন, তাই কমিশন সংসদ নির্বাচনকেই গুরুত্ব দিচ্ছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪