• 23 Jan, 2025

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি অর্ধেকে নেমে এলো, পরেছে দেশটির অর্থনীতিতে প্রভাব

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি অর্ধেকে নেমে এলো, পরেছে দেশটির অর্থনীতিতে প্রভাব

রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল আমদানি নভেম্বর মাসে ৫৫ শতাংশ কমে গেছে, যা ২০২২ সালের জুনে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এই হ্রাসের ফলে ভারতের অর্থনীতি ও জ্বালানি খাত চ্যালেঞ্জের মুখে পড়েছে।

রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল আমদানি চলতি বছরের নভেম্বর মাসে ৫৫ শতাংশ কমে গেছে। এটি ২০২২ সালের জুনে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই নাটকীয় হ্রাস ভারতের অর্থনৈতিক পরিস্থিতির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানায়, রাশিয়া এখনো ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ। তবে নভেম্বর মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় চীন বর্তমানে রুশ তেলের প্রধান আমদানিকারক দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

রুশ তেলের বৈশ্বিক রপ্তানি চিত্র

নভেম্বর মাসে রাশিয়া তার অপরিশোধিত তেলের ৪৭ শতাংশ রপ্তানি করেছে চীনে। এর পরেই রয়েছে ভারত, যা রপ্তানির ৩৭ শতাংশ কিনেছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক রাশিয়ার তেলের ৬ শতাংশ করে আমদানি করেছে। ভারতের জ্বালানি তেলের আমদানি বৈচিত্র্যে রাশিয়ার পর ইরাক এবং সৌদি আরব দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। তবে রাশিয়া থেকে আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় এই দুই দেশের ওপর ভারতের নির্ভরতা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রভাব ও সম্ভাব্য কারণ

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া থেকে আমদানির এই হ্রাসের পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দামের পরিবর্তন, চাহিদার ওঠানামা এবং রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা। বিশ্ব জ্বালানি বাজারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে রাশিয়া থেকে আমদানি কমার ফলে দেশটির অর্থনীতি এবং জ্বালানি খাত নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪