নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙলেন বিএনপিপন্থি আইনজীবীরা
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে ক্যাম্পাসে বিক্ষোভ চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন তাঁরা। কর্মসূচির অংশ হিসেবে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। ক্যাম্পাসের বাইরে সড়কের একপাশে মোতায়েন রয়েছে পুলিশ।
শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে সকাল থেকে ক্যাম্পাসজুড়ে প্রতিবাদমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা ‘টিইউ টিইউ’ এবং ‘অধ্যক্ষ না ভিসি’—এমন স্লোগানে দাবি জানিয়ে আসছেন। ঘটনাস্থলে উপস্থিত উপপুলিশ কমিশনার (অপারেশন) এ এফ এম তারিক হোসেন খান জানান, পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং শিক্ষার্থীদের কর্মসূচি যেন শান্তিপূর্ণ থাকে তা নিশ্চিত করার চেষ্টা করছে। তিনি বলেন, “শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করে কর্মসূচি পালন করুক, আমরা চাই আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ থাকুক।” এর আগে গতকাল সোমবার একই দাবিতে শিক্ষার্থীরা সাড়ে চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন। সন্ধ্যার পর পুনরায় সড়ক অবরোধ শুরু হলে ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। অবরোধ চলাকালে মহাখালী রেলক্রসিং দিয়ে দ্রুতগতিতে একটি ট্রেন অতিক্রম করার সময় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পাথর ও ইটপাটকেল ছুড়েন। এতে ট্রেনের কয়েকজন যাত্রী আহত হন এবং ট্রেনের জানালার কাচ ভেঙে যায়।
তিতুমীর কলেজের শিক্ষার্থী শাফায়েত শফিক জানান, আজ কলেজে কোনো ক্লাস বা পরীক্ষা হচ্ছে না। তিনি বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব। কলেজ প্রশাসন ও সরকারের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আশা করছি।” এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচির ফলে কলেজের অভ্যন্তরে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সৃষ্ট যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি পূরণের বিষয়ে এখনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
প্রভাত সময় ২৪
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
রাজধানীসহ দেশের সড়ক-মহাসড়কে ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশের জনবল সংকটের কারণে ট্রাফিক সার্জেন্টদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ক্যামেরা ও বাইনোকোলারের মাধ্যমে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন কমিশনার ড. নাজমুল করীম খান।