• 23 Jan, 2025

চট্টগ্রাম আদালতের গুরুত্বপূর্ণ ১ হাজার ৯১১ মামলার নথি উধাও

চট্টগ্রাম আদালতের গুরুত্বপূর্ণ ১ হাজার ৯১১ মামলার নথি উধাও

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের ১ হাজার ৯১১ মামলার নথি হারিয়ে যাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া। নথিগুলো হত্যা, মাদকসহ গুরুত্বপূর্ণ মামলার, যা বিচারিক কার্যক্রমে অত্যন্ত প্রয়োজনীয়। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের ১ হাজার ৯১১ মামলার নথি হারিয়ে যাওয়ার ঘটনায় রোববার (৫ জানুয়ারি) কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া। হারানো নথিগুলো হত্যা, মাদক, বিস্ফোরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার কেস ডকেট, যা বিচারিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জিডিতে উল্লেখ করা হয়, স্থানাভাবে এসব নথি ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ের সামনের বারান্দায় পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা হয়। গত ১৩ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এসব নথি উধাও হয়ে যায়। খোঁজাখুঁজি করেও নথিগুলো পাওয়া যায়নি।

পিপি মফিজুল হক ভূঁইয়া জানান, তার দায়িত্ব নেওয়ার পরপরই নথি সংরক্ষণের জন্য উপযুক্ত কক্ষ চাওয়া হয়েছিল। তবে জায়গা স্বল্পতার কারণে বারান্দায় রাখা নথিগুলো চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, নথি হারানোর বিষয়ে জিডি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করছে পুলিশ। আইনজীবীরা বলছেন, এসব নথি ছাড়া বিচারিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে যাবে। এটি ন্যায়বিচারের পথে বড় বাধা সৃষ্টি করতে পারে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪