• 22 May, 2025

রাজধানীর কদমতলীতে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর কদমতলীতে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর কদমতলী এলাকায় দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী সোহেল আহমেদের (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

রাজধানীর কদমতলীতে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সোহেল আহমেদ (২৪) দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। শুক্রবার গভীর রাতে কদমতলীর গিরিধারা সড়কের নিজ বাসা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন জানান, সোহেলের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি আত্মহত্যা কি না, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করছে পুলিশ।

সোহেল তাঁর পরিবারসহ কদমতলীতে বসবাস করতেন। তাঁদের বাড়ি যশোরের কোতোয়ালি থানায়। দুই ভাই-বোনের মধ্যে সোহেল ছিলেন ছোট। নিহতের বাবা ছাব্বির আহমেদ জানান, ‘১০ দিন আগে আমার এক বোন মারা যায়। আমরা সপরিবার গ্রামের বাড়ি গিয়েছিলাম। সোহেল সেখান থেকে ফিরে একাই বাসায় ছিল। রাতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করে কোনো সাড়া না পেয়ে বন্ধুরা বাসায় গিয়ে দেখে, সোহেল গলায় ফাঁস দিয়েছে।’

পুলিশ প্রাথমিক তদন্ত চালাচ্ছে এবং ময়নাতদন্ত শেষে সোহেলের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এই শিক্ষার্থীর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪