• 23 Jan, 2025

পরীক্ষা না দিয়েও পাস করলেন ছাত্রলীগ নেত্রী ঐশী, তদন্ত কমিটি গঠন

পরীক্ষা না দিয়েও পাস করলেন ছাত্রলীগ নেত্রী ঐশী, তদন্ত কমিটি গঠন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়েও পাস করার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়েও মাস্টার্স প্রথম সেমিস্টারের একটি মিডটার্ম কোর্সে পাস করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তানজিউল ইসলামকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিক। সুরাইয়া ইয়াসমিন ঐশী ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক। অভিযোগ রয়েছে, ৫১০২ কোর্সের মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ না করেও তার নাম পাসের তালিকায় এসেছে। বিষয়টি জানাজানি হলে সমালোচনার ঝড় ওঠে।

অধ্যাপক ড. রুহুল আমিন দাবি করেন, তিনি জুলাই-আগস্ট মাসেই পরীক্ষা গ্রহণ করেছিলেন এবং ঐশী তখন পরীক্ষা দিয়েছিলেন। তবে বিভাগের সিআরের দেওয়া নোটিশ অনুযায়ী, পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২ ডিসেম্বর। বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কমলেশ চন্দ্র রায় জানান, জুলাই মাসের অভ্যুত্থানের পর ঐশীকে আর বিভাগে দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪