• 22 Jan, 2025

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের ‘আগ্রাসন’ এবং বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নেতারা সীমান্তে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশিদের ওপর হামলা, ফসল নষ্ট, এবং আগ্নেয়াস্ত্র নিক্ষেপের প্রতিবাদে ঢাকায় জাতীয় নাগরিক কমিটি বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (১৮ জানুয়ারি) বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংগঠনের নেতারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে সদস্যসচিব আখতার হোসেন বলেন, "চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ বাংলাদেশি কৃষকদের ফসল নষ্ট করেছে এবং বাংলাদেশের ভূখণ্ডে আগ্নেয়াস্ত্র নিক্ষেপের মতো উসকানিমূলক কার্যকলাপ চালিয়েছে। আমরা সীমান্তে শান্তি চাই, কোনো অশান্তি চাই না। তবে বারবার উসকানি দিলে তার চরম মূল্য দিতে হবে। বাংলাদেশের জনগণ দেশের এক ইঞ্চি মাটি রক্ষায় সব সময় প্রস্তুত।"

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নেতা আলাউদ্দীন মোহাম্মদ, মোল্লা মোহাম্মদ ফারুক এহছান, হাসান আলী, জয়নাল আবেদীন শিশির, আরিফুর রহমান তুহিনসহ আরও অনেকে। বিক্ষোভ মিছিল চলাকালে "দিল্লির আগ্রাসন রুখে দাও", "দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা", এবং "দালালি না রাজপথ, রাজপথ রাজপথ"—এসব স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। সংগঠনের নেতারা সীমান্তে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে সরকারের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

 

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪