ডোনাল্ড ট্রাম্পের নিশানাতে এবার চীন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পর এবার চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে এই শুল্ক কার্যকর হবে।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (২২ জানুয়ারি) ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচিত হয়েছে বলে জানান তিনি। তবে আলোচনা নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি জয়শঙ্কর।
তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী। অভিষেক অনুষ্ঠানে ভারতের উপস্থিতি তা স্পষ্ট করেছে।
প্রভাত সময় ২৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পর এবার চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে এই শুল্ক কার্যকর হবে।
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) সরকারি বাহিনী ও এম২৩ বিদ্রোহীদের সংঘাতে পাঁচ দিনে অন্তত ৭০০ জন নিহত ও ২,৮০০ জন আহত হয়েছে। জাতিসংঘ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।
স্লোভেনীয় রাজনীতিক ব্র্যাঙ্কো গ্রিমস এবার ইলন মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন, বাকস্বাধীনতার প্রসারে তার অবদানের জন্য।