অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে এ ভাষণ দেওয়া হবে। ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারের ১০০ দিন পূর্ণ হওয়া উপলক্ষে এ ভাষণকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আরও তিন সদস্য শপথ নিয়েছেন। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পর উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা এখন ২৪।
ড. ইউনূসের এ ভাষণে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা, সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা থাকবে বলে ধারণা করা হচ্ছে।