• 22 May, 2025

পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে: ডিএমপি কমিশনার

পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে: ডিএমপি কমিশনার

ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে তিনি সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছে পুলিশ, এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "রোববার (২৬ জানুয়ারি) রাতে সংঘর্ষের সময় পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রয়োজনীয়তার ভিত্তিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। না হলে সংঘর্ষ আরও বড় আকার ধারণ করতে পারত।"

তিনি আরও বলেন, “আজকের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করছি। আশা করি, একটি ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব হবে।” এর আগে রোববার সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে আলোচনায় বসেন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রো-ভিসি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।

রাত ১১টার পর থেকে মধ্যরাত পর্যন্ত ঢাবি এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ডিএমপি কমিশনারের বক্তব্যের পাশাপাশি সচিবালয়ের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর তৎপরতা নিয়েও ইতিবাচক মতামত উঠে আসে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪