ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে পৌঁছেছে। বিধ্বংসী হামলায় মানবিক সংকট চরমে পৌঁছেছে, আর ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান ও স্থল হামলায় গত দুই দিনে নিহত হয়েছেন কমপক্ষে ১২০ জন ফিলিস্তিনি। ক্রমাগত হামলার কারণে অঞ্চলটির মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আলজাজিরা জানিয়েছে, শনিবার (২৩ নভেম্বর) গাজার জেইতুন শহরতলির একটি আবাসিক ভবনে বিমান হামলায় সাতজন প্রাণ হারান। একই দিন, গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে চালানো বিভিন্ন হামলায় আরও বেশ কয়েকজন নিহত হন।মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-ফারুক মসজিদ ইসরায়েলি বোমা হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, মসজিদটি গাজার একটি ঐতিহ্যবাহী ধর্মীয় কেন্দ্র ছিল। এর ধ্বংসে জনগণের মধ্যে শোক ও হতাশা আরও গভীর হয়েছে।
এছাড়া, উত্তর গাজার একাধিক স্থানে ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। কামাল আদওয়ান হাসপাতালের জরুরি বিভাগ, আঙিনা, এবং বৈদ্যুতিক জেনারেটরও হামলার শিকার হয়। এতে ১২ জন চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মী আহত হয়েছেন। বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো ও আন্তর্জাতিক মহল এই সহিংসতার নিন্দা জানিয়েছে। তারা গাজার জনগণের জন্য দ্রুত মানবিক সহায়তা এবং এই সংঘাতের অবসানের আহ্বান জানাচ্ছে। গাজায় ক্রমাগত হামলা ও বিধ্বংসী পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, বেসামরিক নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করা এখন জরুরি।
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে জাতিসংঘ জানিয়েছে, সোমবার এক দিনে ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এই সংখ্যা দৈনিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ১৬ লাখ ভারতীয় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন।