• 23 Jan, 2025

রাজধানীতে ডাকাতির পর শিশুকে অপহরণ: আতঙ্কে পরিবার ও এলাকাবাসী

রাজধানীতে ডাকাতির পর শিশুকে অপহরণ: আতঙ্কে পরিবার ও এলাকাবাসী

রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে ডাকাতি করে দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার লুট এবং তিন বছরের এক শিশুকে অপহরণ করেছে ডাকাত দল। পুলিশ তদন্ত শুরু করেছে এবং শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

রাজধানীর আজিমপুরে ডাকাতির একটি ঘটনায় চরম আতঙ্ক দেখা দিয়েছে। ডাকাতরা বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার পাশাপাশি তিন বছরের এক শিশুকেও অপহরণ করেছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে মেডিকেল স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফারজানা আক্তার নামে এক নারী, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন, তার পরিবারসহ আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় থাকেন। ভোরের দিকে একদল সশস্ত্র ডাকাত বাসায় প্রবেশ করে প্রায় দেড় লাখ টাকা এবং চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। তাদের শিশুসন্তানকেও (৩) অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা।

নাম প্রকাশ না করার শর্তে ফারজানার এক সহকর্মী গণমাধ্যমে জানান, "সহকর্মীর বাসায় ডাকাতির খবর পেয়ে সেখানে গিয়ে শুনি, তাদের শিশুকে নিয়ে গেছে ডাকাত দল। এই ঘটনায় পরিবারটি ভীষণ ভেঙে পড়েছে।"

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাশৈনু বলেন, "আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। শিশুটিকে উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। বেশ কয়েকটি সূত্র ধরে তদন্তে অগ্রগতি হচ্ছে।"

ডাকাতি ও অপহরণের এ ঘটনা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, সুরক্ষিত একটি সরকারি স্টাফ কোয়ার্টারে এমন ঘটনা গভীর উদ্বেগের কারণ।

ডাকাতি ও অপহরণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। শিশুটিকে দ্রুত উদ্ধার করে তার পরিবারে ফিরিয়ে দেওয়া এবং অভিযুক্তদের কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪