• 22 Jan, 2025

লুৎফুজ্জামান বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়

লুৎফুজ্জামান বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পেয়ে সব মামলা থেকে মুক্ত হন। হাইকোর্টের রায়ে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই। বাবরের মুক্তির খবরে নেতাকর্মীরা কারাগারের সামনে ভিড় জমিয়েছেন। ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার পর বাবরের বিরুদ্ধে বিভিন্ন মামলায় দণ্ড দেওয়া হলেও সবশেষ আপিল শুনানিতে তিনি খালাস পান।

চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গত মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। এর ফলে তার বিরুদ্ধে থাকা সব মামলা থেকে তিনি মুক্তি পান, এবং তার কারামুক্তিতে আর কোনো বাধা রইলো না।

বাবরের মুক্তির খবরে ঢাকার কারাগারের সামনে ভিড় জমিয়েছেন তার স্বজন ও নেতাকর্মীরা। তাকে বরণ করতে নেতাকর্মীরা ফুল ও ব্যানারসহ প্রস্তুত রয়েছেন। এক নেতা বলেন, "লুৎফুজ্জামান বাবর একজন নিরপরাধ নেতা। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে অন্যায়ভাবে কারাবন্দি রাখা হয়েছিল। আজ আমরা তার মুক্তিতে আনন্দিত।"

২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তারের পর বাবরের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড এবং একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৫ আগস্ট থেকে তার আপিল শুনানির পর একে একে সব মামলায় খালাস পান তিনি। গত ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড থেকে মুক্তি পান বাবর। সর্বশেষ ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে তার মুক্তির পথে সব বাধা অপসারিত হয়।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪