লুৎফুজ্জামান বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পেয়ে সব মামলা থেকে মুক্ত হন। হাইকোর্টের রায়ে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই। বাবরের মুক্তির খবরে নেতাকর্মীরা কারাগারের সামনে ভিড় জমিয়েছেন। ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার পর বাবরের বিরুদ্ধে বিভিন্ন মামলায় দণ্ড দেওয়া হলেও সবশেষ আপিল শুনানিতে তিনি খালাস পান।