তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নওগাঁয় আজ মঙ্গলবার বিকেলে জেলার সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সাংবাদিকদের দুটি দল অংশগ্রহণ করে। এই প্রীতি ফুটবল খেলায় ইনডিপেনডেন্ট টেলিভিশন, দৈনিক মানবজমিন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক সাদেকুল ইসলামের নেতৃত্বাধীন দল প্রতিপক্ষ দলকে ৪-১ গোলে হারিয়ে জয়ী হয়েছে।
খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আওয়াল পুরস্কার বিতরণ করেন। এ সময় সাংবাদিক সাদেকুল ইসলাম, মাহমুদুন্নবী বেলাল, পারভেজ রহমান, সবুজ হুসাইনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।