ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি দ্বিপাক্ষিক আলোচনা ও সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে ঢাকায় এসেছেন। সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি দ্বিপাক্ষিক আলোচনার জন্য আজ সোমবার (৩০ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছেছেন। সকাল সাড়ে আটটার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের আবহে এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান বিমানবন্দরে বিক্রম মিশ্রিকে স্বাগত জানান। পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বিক্রম মিশ্রির বৈঠক বাংলাদেশ-ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের প্রথম বৈঠক।
খসড়া সূচি অনুযায়ী, বিক্রম মিশ্রি আজ বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকের আগে তিনি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে একান্ত আলোচনা করবেন। দ্বিপাক্ষিক বৈঠকের প্রধান আলোচ্যসূচিতে রয়েছে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন কূটনৈতিক ইস্যু।
সচিব পর্যায়ের আলোচনা শেষে ভারতের পররাষ্ট্রসচিব মধ্যাহ্নভোজে অংশ নেবেন। দুপুরে তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষ করে আজ রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে তার।
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।