নওগাঁয় আজ বিকেল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত জেলা আওয়ামী লীগ অফিস, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসভবনসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে ছাত্রজনতা।
বিকেল চারটার দিকে প্রথমে ছাত্রজনতা জেলা আওয়ামী লীগ অফিস বুলডোজার দিয়ে ভাঙচুর করে। এরপর অগ্নিসংযোগ করা হয়। পরে তারা সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসভবনে বুলডোজার দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সন্ধ্যার পর তারা নওগাঁ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের নেতা ইকবাল শাহরিয়ার রাসেলের বাসভবনে ভাঙচুর করে। এদিকে বিকেলে স্থানীয়রা নওগাঁ-১ আসনের সাংসদ নিজাম উদ্দিন জলিল জনের বাসভবনে অগ্নিসংযোগ করে।
রাতে নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, ওই চারটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ছাড়া অন্য কোথাও কিছু হয়েছে কিনা জানা নেই।
- 22 May, 2025

নওগাঁয় ছাত্রজনতার বিক্ষোভে জেলা আওয়ামী লীগ অফিস, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসভবনসহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
নিজস্ব প্রতিবেদক
নওগাঁ
সম্পর্কিত পোস্ট
নওগাঁয় চাঁদাবাজ সাংবাদিকদের সহায়তাকারিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি বিএনপি নেতা এক ইউপি চেয়ারম্যানের
20 May, 2025
19 মিনিট পড়া
215 ভিউ
Follow us
ক্যাটাগরি
- জাতীয় (203)
- নওগাঁ (138)
- রাজনীতি (133)
- আন্তর্জাতিক (71)
- সারাদেশ (68)
সাম্প্রতিক খবর
�
-
-
-
-
নওগাঁর নদী দখল ও দূষণে পরিবেশ হুমকির মুখে, সরেজমিনে পরিদর্শনে নদী রক্ষা কমিশন
12 May, 2025 222 ভিউ
Your experience on this site will be improved by allowing cookies
Cookie Policy