বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মাধ্যমে দেশের রাজনৈতিক অচলাবস্থার সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, "অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, যত দ্রুত সম্ভব নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা। সেটি বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত জরুরি।"
শনিবার (১৭ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, "একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনই পারে বাংলাদেশকে স্থিতিশীলতা দিতে। রাজনৈতিক অচলাবস্থা ও জনমনে হতাশা দূর করতে নির্বাচনের বিকল্প নেই। যত দেরি হবে, তত বিতর্ক বাড়বে এবং দেশবিরোধী শক্তিগুলো সক্রিয় হবে।"
তিনি উল্লেখ করেন, "এই সরকারের অধীনে আমাদের প্রত্যাশা হলো, দ্রুত নির্বাচনকেন্দ্রিক সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। জনগণের আস্থা ফেরাতে এটি অত্যন্ত জরুরি।"
মাওলানা ভাসানীর আদর্শ ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, "মাওলানা ভাসানীকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাঁর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।"
এ সময় অন্যান্য রাজনৈতিক নেতারাও সরকারের প্রতি দ্রুত ক্ষমতা হস্তান্তরের সুনির্দিষ্ট রূপরেখা দেওয়ার আহ্বান জানান।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু বলেন, "মাওলানা ভাসানীকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং তাঁর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।"
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মুস্তফা জামান হায়দার বলেন, "বর্তমান সরকারের উচিত এমন একটি নির্বাচনের আয়োজন করা, যা সকল রাজনৈতিক দল গ্রহণ করবে।"
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, "আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে সব ভোটার ভোট দিতে পারবেন। সরকার যদি এমন নির্বাচন নিশ্চিত করে, তবে তারা সম্মান নিয়ে বিদায় নিতে পারবে।"
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, "তিন মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই বর্তমান পরিস্থিতিতে একমাত্র সমাধান।"
সমাবেশে উপস্থিত অন্যান্য নেতারাও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও জনগণের প্রত্যাশার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন।