দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: মির্জা ফখরুলের আহ্বান
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। ভাসানী অনুসারী পরিষদ ও অন্যান্য রাজনৈতিক নেতারাও ক্ষমতা হস্তান্তরের সুনির্দিষ্ট রূপরেখা ও নির্বাচনকেন্দ্রিক সংস্কারের দাবি তোলেন।