• 23 Jan, 2025

প্রথম দিনেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে যাচ্ছেন ট্রাম্প, তালিকায় ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরাও

প্রথম দিনেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে যাচ্ছেন ট্রাম্প, তালিকায় ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরাও

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই অবৈধ অভিবাসন বন্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন। পরিকল্পিত নির্বাহী আদেশের আওতায় মেক্সিকো সীমান্তে সেনা বৃদ্ধি এবং অভিবাসীদের গ্রেপ্তারের ক্ষমতা বাড়ানো হবে। ভিসার শর্ত লঙ্ঘনকারীদের দেশে ফেরানোর বিষয়েও নজর দেবে ট্রাম্প প্রশাসন।

prothomalo-bangla_2023-11_8fc1166d-3189-47b7-a849-13d20dc2f6c4_Ovi
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ। গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে ক্যাম্পাসগুলোতে গত এপ্রিল ও মে মাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরাফাইল ছবি: এএফপি


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর অবৈধ অভিবাসন বন্ধে প্রথম দিন থেকেই বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন সংক্রান্ত পদক্ষেপগুলোকে পুরোপুরি বাতিল করার প্রস্তুতি নিচ্ছে।

রয়টার্স সূত্রে জানা গেছে, এই নির্বাহী আদেশের আওতায় মার্কিন অভিবাসন কর্মকর্তাদের অতীতে অপরাধ সংশ্লিষ্টতা ছাড়াই অভিবাসীদের গ্রেপ্তারের ক্ষমতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি, মেক্সিকো সীমান্তে সেনা সংখ্যা বাড়ানো এবং সীমান্তে দেয়াল নির্মাণের কাজ পুনরায় শুরু করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, ট্রাম্পের পরিকল্পিত আদেশে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দিয়ে বাইডেনের গৃহীত মানবিক প্রকল্প বাতিল করা হতে পারে। একই সঙ্গে, যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদেরকে স্বেচ্ছায় দেশ ত্যাগের আহ্বান জানানো হতে পারে। এছাড়াও, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যেসব বিদেশি শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যেও যাঁরা ভিসার শর্ত ভেঙেছেন, তাঁদের দেশে ফেরানোর বিষয়ে অগ্রাধিকার থাকবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের তথ্য অনুসারে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রায় এক কোটি ১০ লাখ অভিবাসী বসবাস করছেন, যা দেশটির নানা শহরে আশ্রয় সংকট তৈরি করেছে। নির্বাচনে ট্রাম্পের অন্যতম প্রতিশ্রুতি ছিল এই অবৈধ অভিবাসীদের ঠেকানো। তাই তিনি এই দায়িত্বে পরিচিত কট্টর অভিবাসন বিরোধী কর্মকর্তা টম হোম্যানকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪