• 23 Jan, 2025

সেবা খাতে ঘুষ ও দুর্নীতির শীর্ষে পাসপোর্ট ও বিচারিক সেবা: টিআইবি

সেবা খাতে ঘুষ ও দুর্নীতির শীর্ষে পাসপোর্ট ও বিচারিক সেবা: টিআইবি

টিআইবির প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৩ সালে সেবা খাতে দুর্নীতির শীর্ষে রয়েছে পাসপোর্ট সেবা এবং বিচারিক সেবা। বিচারিক সেবায় খানাপ্রতি গড়ে ৩০,৯৭২ টাকা ঘুষ দিতে হয়েছে। জাতীয় পর্যায়ে ১০,৯০২ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে, যা জাতীয় বাজেটের ১.৪৩ শতাংশ।

বাংলাদেশে সেবা খাতে দুর্নীতির বর্তমান চিত্র তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালে পাসপোর্ট সেবা নিতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে। আর বিচারিক সেবা খাতে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে।

টিআইবির গবেষণায় উঠে এসেছে, ২০২৩ সালে দেশের প্রায় ৭১ শতাংশ পরিবার কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছে, যেখানে ৫১ শতাংশ পরিবার ঘুষ দিতে বাধ্য হয়েছে। খানাপ্রতি গড়ে ৫,৬৮০ টাকা ঘুষ দিতে হয়েছে, যা বিচারিক সেবায় গিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩০,৯৭২ টাকায়। ভূমি, ব্যাংকিং, বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবায়ও ঘুষের পরিমাণ উল্লেখযোগ্য। টিআইবি জানায়, ২০২৩ সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত ঘুষের পরিমাণ প্রায় ১০,৯০২ কোটি টাকা, যা সংশোধিত জাতীয় বাজেটের ১.৪৩ শতাংশ এবং জিডিপির ০.২২ শতাংশ।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এই প্রতিবেদন সেবা খাতে ব্যাপক পরিবর্তনের প্রয়োজনীয়তাকে স্পষ্টভাবে তুলে ধরে। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার এবং জনগণের সম্মিলিত প্রয়াস অপরিহার্য বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪