• 23 May, 2025
গত ১৫ বছরের প্রকল্পের অনিয়ম তদন্ত করবে ঢাকা দক্ষিণ সিটি

গত ১৫ বছরের প্রকল্পের অনিয়ম তদন্ত করবে ঢাকা দক্ষিণ সিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গত ১৫ বছরে পরিচালিত বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে একাধিক কমিটি গঠন করেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে কয়েকটি প্রকল্পের অনিয়মের প্রমাণ পেয়েছে এবং সংশ্লিষ্ট রেকর্ড সংগ্রহ করেছে।

মেয়েসহ বেনজীর আহমেদের আয়কর নথি জব্দের আদেশ

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়। বেনজীরসহ তার পরিবারের বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

মন্ত্রিত্ব হারানোর পথে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। তার বিরুদ্ধে দুর্নীতি ও সম্পত্তি লেনদেনে অস্পষ্টতার অভিযোগ তদন্তাধীন। বিরোধী দল পদত্যাগের দাবি তুললেও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার ওপর আস্থা প্রকাশ করেছেন।

আরও পড়ুন