যৌতুক না পেয়ে শ্যালকের বউ নিয়ে গেল দুলাভাই
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
ঢাকার সাভারে ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশে এক নারীর চার টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশের টুকরোগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সন্দেহভাজন হিসেবে ওই নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
ঢাকার সাভারে ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশে এক নারীর চার টুকরো করা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে স্থানীয়রা দত্তপাড়া এলাকায় বব মারলি রেস্তোরাঁর পেছনে খোলা স্থানে লাশের টুকরোগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশের টুকরোগুলো উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশের এলাকায় লাশ পাওয়ার বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। লাশ উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে ওই নারীর স্বামীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নিহত নারী ও তাঁর স্বামীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘‘এটি একটি জটিল ও স্পর্শকাতর ঘটনা। স্থানীয়দের তথ্য ও তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’’
প্রভাত সময় ২৪
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জমি বিক্রির টাকার বিরোধের জেরে ছেলের দা-কুপে বাবা বিনোদ বিহারী মজুমদার নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত খোকন মজুমদার পলাতক।
পঞ্চগড়ে ঘন কুয়াশা ও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।