ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্প আসলেও দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বড় কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের অর্থনীতি ও বিদ্যমান সুসম্পর্কের ভিত্তিতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যায়। পাশাপাশি সংখ্যালঘু নির্যাতন নিয়ে আন্তর্জাতিক অপপ্রচ
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সবকিছু বদলে যাবে বলে মনে করেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ড. ইউনূসের মতে, দুই দেশের মধ্যকার পররাষ্ট্রনীতি প্রেসিডেন্টের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় না। তিনি বলেন, “আমার বিশ্বাস, ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বুঝতে পারলে তাদের দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক হবে। আমাদের অর্থনীতি ভালো করলে তারা আরও আগ্রহী হবে। যুক্তরাষ্ট্র আমাদের বড় ক্রেতা এবং এই সম্পর্ক দীর্ঘমেয়াদি।”
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্য প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “সম্ভবত তিনি সঠিকভাবে অবগত নন। এগুলো অপপ্রচার, যা বিশ্বজুড়ে চলছে। তবে যখন তিনি বাস্তবতা জানবেন, তখন অবাক হবেন।” প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু বছরের। এটি শুধু একটি প্রশাসনের সঙ্গে সীমাবদ্ধ নয়। ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।