ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। ঘটনাস্থল ছিল সিরিয়ান বাথ পার্টির লেবানন শাখার কার্যালয়। এ হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের রাজধানী বৈরুতের রাস আল-নাব্বা এলাকায় ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এবং একটি নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
হামলার লক্ষ্যবস্তু ছিল সিরিয়ান বাথ পার্টির লেবানন শাখার কার্যালয়। ওই ভবনে ইসরায়েলের চালানো হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন, তিনজন আহত এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত রয়েছে।
হিজবুল্লাহর প্রধান গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ আফিফ ছিলেন সংগঠনটির দীর্ঘদিনের অভ্যন্তরীণ বলয়ের সদস্য। আফিফ হিজবুল্লাহর গণমাধ্যম বিভাগ পরিচালনার পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক সাংবাদিকদের সঙ্গে তথ্য সরবরাহ করতেন। এনএনএ জানিয়েছে, রাস আল-নাব্বা এলাকার বিস্তীর্ণ এলাকাজুড়ে এই হামলা "মহা ধ্বংসযজ্ঞ" চালিয়েছে। হামলার ফলে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। এলাকাটি ফ্রান্স দূতাবাস এবং একটি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী। এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে সূত্রমতে, হামলার আগে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছিল। কিন্তু অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেননি। ২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের সময় আফিফ আল-মানার টেলিভিশনের তথ্য পরিচালক হিসেবে পরিচিতি লাভ করেন। সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ড্রোন হামলার তথ্যও তিনি সরবরাহ করেছিলেন।
গত মাসে এক সংবাদ সম্মেলনে আফিফ বলেছিলেন, “ইসরায়েল আমাদের ভয় দেখাতে চায়, কিন্তু তাদের হামলা আমাদের আদর্শিক লড়াইয়ে কোনো প্রভাব ফেলতে পারবে না।” এর আগে, গত সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। তার মৃত্যুর পর আফিফ হিজবুল্লাহর হয়ে একাধিক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন পরিচালনা করেছিলেন। লেবাননে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল-হিজবুল্লাহ দ্বন্দ্ব নতুন করে উত্তপ্ত হয়েছে। এ পরিস্থিতি অঞ্চলের নিরাপত্তা এবং কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।
লেবাননে ইসরায়েলের হামলা এবং হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ সদস্যদের হত্যার ঘটনা মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতার একটি অংশ। এটি কেবল লেবাননের পরিস্থিতিকে জটিল করবে না, বরং আঞ্চলিক উত্তেজনাও বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে জাতিসংঘ জানিয়েছে, সোমবার এক দিনে ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এই সংখ্যা দৈনিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ১৬ লাখ ভারতীয় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন।