ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা এখনও তাদের কাছে আসেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারিরও অনুরোধ জানিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পৌঁছায়নি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতিক অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নেবে।"
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তাঁকে ১৮ নভেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির জন্যও অনুরোধ জানিয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।
তৌফিক হাসান আরও বলেন, “আমাদের কাছে শেখ হাসিনা বা বিগত সরকারের কারও ভারত অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। মন্ত্রণালয় যা জানছে, তা মূলত গণমাধ্যম থেকেই জেনেছে।”
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।